অ্যাকসেসিবিলিটি লিংক

শ্রমে বাধ্য করার অভিযোগে ৫ চীনা কোম্পানির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা


চীনের ঝিনজিয়াং অঞ্চলে বাধ্য করিয়ে শ্রমিকদের দিয়ে কাজ করানোর অভিযোগে, যুক্তরাষ্ট্র ৫টি চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহষ্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছে যে ঐ কোম্পানিগুলো চীনা সরকারের অনুমতিক্রমে ঝিনজিয়াং ‘র উইঘুর এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের বাধ্যতামূলক ভাবে শ্রমে নিয়োগ করেছে। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, “উইঘুরের জনগণ এবং অন্যান্য জাতিগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের গোষ্ঠির উপর নিয়ম করে নির্যাতন চালানো হচ্ছে ঝিনজিয়াং ‘এ বাধ্যতামূলক শ্রম ব্যবহার করার চীনা নীতির অবিচ্ছেদ্য অংশ এবং এই অপব্যবহার মোকাবিলা করা হবে বাইডেন হ্যারিস প্রশাসনের উচ্চ অগ্রাধিকার। চীনের পররাষ্ট্র মন্ত্রী ঝাও লিজিয়ান যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা সম্পর্কে বৃহস্পতিবার দিনের আর্‌ও আগের দিকে তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, চীন তার কোম্পানিগুলোর অধিকার ও স্বার্থ রক্ষা করার জন্য সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। হোয়াইট হাউজ আরও বলেছে . “ এ মাসের গোড়ার দিকে ইংল্যান্ডের জি -সেভেন বৈঠকে বিশ্বের নেতৃস্থানীয় গণতান্ত্রিক দেশগুলো, ঝিনজিয়াং সহ সর্বত্রই বাধ্যতামূলক শ্রমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এ ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে বিশ্বের সরবরাহ সুত্রগুলো যেন বাধ্যতামূলক শ্রম থেকে মুক্ত থাকে।

[এখানে রয়টার্স থেকে নেয়া তথ্য অন্তর্ভুক্ত]

XS
SM
MD
LG