অ্যাকসেসিবিলিটি লিংক

পুটিন ওয়াশিংটনের আমন্ত্রণ গ্রহণ করতে আগ্রহী


রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেয়ী লাভরভ জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ভ্লাদিমির পুটিনকে ওয়াশিংটন আসার যে আমন্ত্রণ জানিয়েছেন, সেই প্রস্তাব তিনি গ্রহণ করতে আগ্রহী। রাষ্ট্র পরিচালিত রিয়া নোভষ্টি সংবাদ সংস্থায় দেওয়া এক সাক্ষাতকারে লাভরভ জানিয়েছেন, পুটিন এই ধরণের বৈঠকের জন্য প্রস্তুত।

পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন আমরা এই তথ্য পেয়েছি যে আমেরিকান প্রেসিডেন্ট এক টেলিফোন বার্তায় যে আমন্ত্রণ জানিয়েছেন তা ইতিমধ্যে সবাই অবগত এবং এতে কোন গোপনীয়তা নেই। প্রেসিডেন্ট বলেছেন, পুটিনকে তিনি হোয়াইট হাউজে স্বাগত জানাবেন।

এর আগেও ট্রাম্প এবং পুটিন ওয়াশিংটনে সম্ভাব্য শীর্ষ বৈঠক করার বিষয়ে একমত হন।
মার্চ মাসের ২০ তারিখে রাশিয়ার নির্বাচনের দু’দিন পরে ট্রাম্প পুটিনকে নির্বাচনে জয়ী হওয়ায় ফোন করে স্বাগত জানান। হোয়াইট হাউজ এবং ক্রেমলিন জানিয়েছে, ঐ সময়ই তারা মুখোমুখি বৈঠক করার সম্ভাবতা নিয়ে আলো্চনা করেন।

XS
SM
MD
LG