অ্যাকসেসিবিলিটি লিংক

 রাশিয়ার মহাকাশ যানের জরুরী অবতরণের কারণ তদন্ত 


আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রেএক মিশনে যুক্তরাষ্ট্রে এবং রাশিয়ার নভোচারীসহ যে মহাকাশ যান উৎক্ষেপণ করা হয় তা কয়েক মিনিটের মধ্যে ভূপৃষ্ঠে নিরাপদে জরুরী অবতরণ করতে সক্ষম হয়েছে। নাসা জানিয়েছে, কাজাকিস্তানের বাইকোনুরে সোভিয়েত আমলের মহাকাশ কেন্দ্র থেকে বৃহস্পতিবার শয়ুজ মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয়।

রাশিয়ার মহাকাশ কর্মসূচীর আওতায় যে মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছে তার পর পর কয়েকটি ব্যর্থ হয়েছে এবং এটা হচ্ছে তার সাম্প্রতিকতম। ঐ রকেটটি আমেরিকান নভোচারীদের মহাকাশ কেন্দ্রে নিয়ে যাচ্ছিল।

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তারা ঐ দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন।

XS
SM
MD
LG