অ্যাকসেসিবিলিটি লিংক

চীন ও রাশিয়ার ৪টি সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা 


যুক্তরাষ্ট্র সরকার, চীন ও রাশিয়ার ৪টি সংস্থা, যারা ইরানের মিসাইল কর্মসূচিতে সহায়তা করেছে বলে যুক্তরাষ্ট্রের ধারণা, তাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছেI
পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, ইরানের স্পর্শকাতর মিসাইল কর্মসূচিতে হস্তান্তরণের জন্য নিষেধাজ্ঞাপ্রাপ্ত ৪টি সংস্থা হলো, চীনের দুটি সংস্থা, চেংদু বেস্ট নিউ ম্যাটেরিয়ালস এবং জিবো এলিন ট্রেড এবং রাশিয়ার দুই সংস্থা, নীলকো গ্রূপ এবং জয়েন্ট স্টক কোম্পানি, এলেকোনI
নিষেধাজ্ঞায় আওতায় দু বছর ধরে, এরা যুক্তরাষ্ট্রের কোনো সাহায্য-সহায়তা পাবেন না এবং তাদের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপিত হবেI

XS
SM
MD
LG