অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র


গণতন্ত্রপন্থী নেতাকর্মীরা হংকংয়ের পশ্চিম কাউলুন আদালতের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছেন।৩ নভেম্ভবর ২০২০, কাউলুন আদালত, হংকং।
গণতন্ত্রপন্থী নেতাকর্মীরা হংকংয়ের পশ্চিম কাউলুন আদালতের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছেন।৩ নভেম্ভবর ২০২০, কাউলুন আদালত, হংকং।

শুক্রবার যুক্তরাষ্ট্র হংকংয়ের গণতন্ত্রের বিষয়ে বেইজিংয়ের দখলকে কেন্দ্র করে সাতজন চীনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সতর্ক করে বলা হয়েছে তারা যদি হংকংয়ে ব্যবসা পরিচালনা করে তবে তারা যেন আইনী ও সুনামের ক্ষতির আশঙ্কার বিষয়টিও মনে রাখে।

হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি সাংবাদিকদের বলেন, "হংকংয়ের পরিস্থিতি অবনতি অব্যাহত রয়েছে। " চীনের মূল ভূখণ্ডে যে ঝুঁকি রয়েছে তা এখন হংকংয়েও ক্রমবর্ধমান।

বাইডেন প্রশাসন চীনের প্রতি তার নীতিমালার বিস্তৃত পর্যালোচনা করছে। প্রশাসন ইতিমধ্যে জিনজিয়াংয়ের উইঘুরদের প্রতি আচরণসহ মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত কর্মকর্তা ও ব্যবসায়ীদের চিহ্নিত করেছে।

শুক্রবারের এই পদক্ষেপে হংকংয়ের চলমান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ২০২০ এর হংকংয়ের স্বায়ত্তশাসন আইন ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে হংকংয়ের আইনী স্বায়ত্তশাসন রক্ষায় চীন ব্যর্থতায় অবদানকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হয়েছে।

এই পদক্ষেপের কারণে সেসব কর্মকর্তা যারা চীনের হংকং অফিসের সঙ্গে জড়িত, চীনের স্বার্থকে প্রতিনিধিত্বকারীদের সম্পদ জব্দ এবং অন্যান্য জরিমানা করা হয়েছে।

নিষেধাজ্ঞা ঘোষণার অল্প সময় আগেই, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বেইজিংয়ের একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, "যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপের বিরুদ্ধে চীন বলিষ্ঠ ও জোরালো জবাব দেবে।"

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বেইজিং সরকারের উদ্দেশ্যে এক টুইট বার্তায় বলেন, " পি আর সি (গণপ্রজাতন্ত্রী চীন) অধিকার ও স্বাধীনতাকে দমন করতে পারবে না।"

ব্লিঙ্কেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, হোমল্যান্ড সিকিউরিটি এবং বাণিজ্য মন্ত্রণালয় দ্বারা জারি করা ব্যবসায়িক পরামর্শসহ শুক্রবার যে নিষেধাজ্ঞাগুলি আরোপ করা হয়েছে তাতে একটি বিষয় পরিস্কার যে আমেরিকা "হংকংয়ের পক্ষে কথা বলবে এবং বেইজিংয়ের প্রতিশ্রুতি ভঙ্গ ও দমনমূলক কাজের জন্য তাদের কাছে জবাবদিহি চাইবে।"

XS
SM
MD
LG