অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্র্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ঋণ মাত্রা সংশ্লিষ্ট প্রস্তাব নিয়ে ভোট


A helicopter drops water over a wildfire in Cabazon, California, August 8, 2013. 
A helicopter drops water over a wildfire in Cabazon, California, August 8, 2013. 

যুক্তরাষ্ট্র কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রণাধীন প্রতিনিধি পরিষদে যে ঋণ মাত্রা সংশ্লিষ্ট প্রস্তাবটি নিয়ে ভোট হচ্ছে, সে প্রস্তাবে বলা হয়েছে – এই প্রথমবারের মতো ঋণ খেলাপ এড়াতে ঋনের মাত্রা যদি বাড়াতে হয়, তাহলে তার আগে কেন্দ্রীয় বাজেটের শত শত কোটি ডলার ছাঁটাই করতে সম্মতি দিতে হবে । এই তথাকথিত ব্যয় হ্রাস ঋণমাত্রায় সীমারেখা আরোপ এবং সমতা আনার প্রস্তাবটির প্রতি রিপাবলিকান দলের টি পার্টী গোত্রিয়দের সমর্থন রয়েছে – সমর্থন রয়েছে আর্থিক বিষয়াবলির রক্ষণশীল গোষ্ঠীগুলোর । প্রস্তাবে ভবিষ্যত সরকারী ব্যয়ের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করতে বলা হচ্ছে – রাজস্ব আয়ের চেয়ে বেশি অর্থ সরকার যাতে ব্যয় না করতে পারে, সেই মতো বিধিনিষেধ আরোপের শর্ত দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে – বাজেটে ভারসাম্য বিধানের লক্ষে কংগ্রেসের উভয় পরিষদ, প্রতিনিধি সভা ও সেনেটে এ বাবদে সাংবিধানিক সংশোধনী পাশ করাতে হবে । ডেমোক্র্যাটিক দল নিয়ন্ত্রিত সেনেটে এটা পাশ হবার সম্ভাবনা খুব ক্ষীন এবং হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে – প্রেসিডেণ্ট বারাক ওবামা এতে ভিটো দেবেন।

XS
SM
MD
LG