যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করার মাত্র কয়েক সপ্তাহ আগেই কূটনৈতিক সদস্য ও আফগান মিত্রদের রক্ষার্থে শেষ মুহূর্তের প্রয়াস হিসাবে কাবুলে হাজার হাজার যুদ্ধ-সেনা পাঠাচ্ছে I এই পদক্ষেপ এমন একটি সময় নেয়া হচ্ছে যখন বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগন ঘোষণা করে যে, যুক্তরাষ্ট্র দ্বারা প্রশিক্ষিত এবং সজ্জিত আফগান নিরাপত্তা বাহিনী এক সপ্তাহের কম সময়ে আফগানিস্তানের প্রাদেশিক রাজধানীর প্রায় অর্ধেক অর্থাত্ ৩৪টি, তালিবানের আগআরাসনের মুখে পরাস্ত হয়েছে।
১২ই অগাস্ট তালিবান যোদ্ধাদের হেরাতের পুলিশ দপ্তর নিয়ন্ত্রণে আনার সময় আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাস্তার ধরে মোতায়েন ছিল
যুক্তরাষ্ট্র মেরিন ও সামরিক ব্যাটেলিয়ন থেকে ৩০০০ সৈন্যের প্রথম অতিরিক্ত সেনা দলটি কাবুলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আসার কথা রয়েছেI
প্রত্যাহার কর্মসূচি চলাকালে আফগানিস্তানের সেনা প্রত্যাহার সমন্বয়ের কেন্দ্র হিসাবে পরিচিত, কাতার থেকে আরো অতিরিক্ত ১০০০ সেনা পাঠানো হচ্ছেI আফগান জনগণ যারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছিলেন, তাদের বিশেষ অভিবাসন ভিসা দরখাস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে এই সৈন্যরা সহযোগিতা করবেনI
যুক্তরাষ্ট্রের ৮২ এয়ার বোর্ন ডিভিশনের অতিরিক্ত ৩,৫০০ তো ৪০০০ সৈন্যকে কুয়েতে অবস্থিত ঘাঁটিতে পাঠানো হয়েছে, যারা পরিস্থিতির আরো অবনতি হলে সেখানে মোতায়েন হতে প্রস্তুত থাকবেI