অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের বিতর্কিত আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান US B-52 Bombers Challenge China Air Defense Zone


যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুর্ব চীন সাগরের বিতর্কীত এলাকার আকাশ সীমার কাছে দুটি অস্ত্র বিহীন B-52 বোমারু বিমান পাঠিয়েছে। জাপানের কাছ থেকে জোর করে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, তারা প্রতিটি বিমানের চলাচলের ওপরে নজর রাখছে এবং তারা ঐ বিমানগুলোকে সময় মত সনাক্তও করেছে। চীন সর্তক করে বলেছে, যে ঐ অঞ্চল নিয়ন্ত্রণ করতে তারা সক্ষম।

পেন্টাগন বলছে, সোমবার যে বিমান মহড়া দিয়েছে, বেজিং তাতক্ষনিক ভাবে এর কোন উত্তর দেয়নি কারন দু’দিন আগেই ঐ আকাশ সীমা নতুন বিমান প্রতিরক্ষা জোনের অংশ বলে ঘোষণা করেছে তারা।

চীন সতর্ক করে বলেছে, ঐ অঞ্চলে প্রবেশের আগে প্রতিটি বিমানের পরিচিতি দিতে বাধ্য থাকবে---অন্যথায় তারা বেজিংএর আদেশ মান্য করতে তারা বাধ্য থাকবে।

জাপান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চীনা পদক্ষেপের নিন্দে করেছেন তবে তারা জোর দিয়েই বলেছেন যে ঐ অঞ্চলে তাদের কাজের ওপর এর কোন প্রভাবই পড়বে না।
XS
SM
MD
LG