অ্যাকসেসিবিলিটি লিংক

তিন পুলিশ অফিসার যুক্তরাষ্ট্রের ব্যাটান রুজ শহরে গুলিতে নিহত


Baton Rouge police officers man a roadblock at Old Hammond Highway and Tara Boulevard after multiple officers were shot, July 17, 2016, in Baton Rouge, Louisiana.
Baton Rouge police officers man a roadblock at Old Hammond Highway and Tara Boulevard after multiple officers were shot, July 17, 2016, in Baton Rouge, Louisiana.

রবিবার সকালে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের লুইসিয়ানা রাজ্যের ব্যাটান রুজ শহরে তিন পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করা হয়। হামলায় তিন জন পুলিশ আহত হয়। মুখোশ ও কালো কাপড় পরা অন্তত এক জন বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি বর্ষণ করে।

কর্তৃপক্ষ বলেছে সন্দেহভাজন এক ব্যক্তি নিহত হয়। আরেক পুলিশ অফিসার স্থানীয় হাসপাতালে আছেন তার অবস্থা গুরুতরো।

এ মাসের গোড়ার দিকে ব্যাটান রুজ শহরে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ অফিসাররা গুলি করে হত্যা করে।

XS
SM
MD
LG