অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সরকার আংশিকভাবে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে


যুক্তরাষ্ট্র সরকারে ব্যয় বরাদ্দ নিয়ে সমঝোতা না হওয়ায় সরকার আংশিকভাবে যে বন্ধ রয়েছে তা বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এই অবস্থা সপ্তাহান্তের পরে আরও কিছুদিন স্থায়ী হবে। প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য বাজেট বরাদ্দে পাঁচ’শো কোটি ডলার ধার্য করার দাবি জানিয়েছিলেন কিন্তু ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ সিনেটে বিলটি পাশ না হওয়ায় শুক্রবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্র সরকার আংশিক ভাবে বন্ধ হয়ে যায়।

বড়দিনের সময়টিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ফ্লোরিডায় ছুটি কাটানোর কথা থাকলেও তা বাতিল করা হয়েছে, এই সময়টিতে তিনি রাজধানী ওয়াশিংটনেই থাকছেন।

ট্রাম্প সতর্ক করে ছিলেন, বাজেট নিয়ে আলোচনা চলতে থাকলে ‘দীর্ঘদিনের জন্য’ সরকার অচল হয়ে পড়তে পারে অপরদিকে ডেমোক্রেটরা তাকে বলেছেন, “আপনাকে অবশ্যই দেয়াল নির্মাণ বাদ দিতে হবে।”

অচলাবস্থা নিরসনের জন্য যুক্তরাষ্ট্র সিনেটের রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে সমঝোতা না হওয়ায় সিনেটের অধিবেশন বৃহস্পতিবার পর্যন্ত মুলতুবী করা হয়েছে ।

XS
SM
MD
LG