ইরান যে ২০১৫ সালের পরমাণু চুক্তি মেনে চলছে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র আবারও সত্যায়ন করা সত্বেও ১৮ জন ইরানি ব্যক্তি এবং গোষ্ঠির উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। অভিযোগ রয়েছে যে এরা তেহরান সরকারের ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র কর্মসূচিকে সমর্থন করছে।
পররাষ্ট্র দপ্তর বলেছে যে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের কর্মকান্ড , আঞ্চলিক স্থিতিশীলতা , নিরাপত্তা ও সমৃদ্ধিকে খর্ব করছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের বিশেষ বাহিনী রিভ্যুলিউশানারী গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট দুটি গোষ্ঠির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা বলছে যে এই দুটি গোষ্ঠি , ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের গবেষণা , উন্নয়ন এবং পরীক্ষামূলক উড্ডয়নের সঙ্গে সম্পৃক্ত।
যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর আরও সাতটি প্রতিষ্ঠান এবং পাঁচ ব্যক্তিকে ইরানের সামরিক সরঞ্জাম ক্রয়ে সমর্থন জানানোর জন্য তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অর্থ দপ্তর বলছে আর ও তিনজন ইরানি , যারা তাদের কথায় ইরান ভিত্তিক অপরাধী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে।