অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষা রোধে যুক্তরাষ্ট্র-দক্ষিন কোরিয়ার কর্মসূচী


উত্তর কোরিয়ার চলমান পারমানবিক ও দূরপাল্লার ক্ষেপনাস্ত্র উন্নয়ন কর্মসূচীর রোধে কোরিয়ান উপদ্বীপে Terminal High-Altitude Area Defense - THAAD নামে একিট কর্মসূচী হাতে নেয়ার পরিকল্পনা ঘোষনা করেছে দুই দেশ।

কোরিয়ায় যুক্তরাষ্ট্র সেনাবহিনীর প্রধান জেনারেল থমাস ভ্যান্ডাল এবং দক্ষিন কোরিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী রিউ জে-সেউং শুক্রবার সৌলে এক যৌথ সভায় এ ঘোষণা দেন।

ফেব্রুয়ারী মাসে উত্তর কোরিয়ার সর্বশেষ পারমানবিক অস্ত্র পরীক্ষা এবং দূরবেধী ক্ষেপনাস্ত্র প্রযুক্তি ব্যাবহার করে রকেট উৎক্ষেপনের পর তা রোধের লক্ষ্যে, ওয়াশিংটন ও সৌল এই থাড কর্মসূচী নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে।

এর আওতায় উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষার সময় তা ধ্ধংস করার ব্যাবস্থা থাকবে।

XS
SM
MD
LG