উত্তর কোরিয়ার হুমকির মুখে যুক্তরাষ্ট্র ও দক্ষিন কোরিয়া শনিবার থেকে যৌথ সামরিক মহড়া শুরু করেছে I উত্তর কোরিয়া হুমকি দিয়েছে এই মহড়া যদি আক্রমনে রূপ নেয়, তবে এর পাল্টা জবাব দেয়া হবে I দক্ষিন কোরিয়ার প্রতিরক্ষা দফতর এই সামরিক মহড়াকে বৃহত্তম মহড়া বলে চিন্হিত করেছে, যাতে অংশ নিচ্ছে দক্ষিন কোরিয়ার ৩ লক্ষ এবং যুক্তরাষ্ট্রের প্রায় ১৭,০০০ সেনা সদস্য I যুক্তরাষ্ট্র জানিয়েছে পোহাং শহরের কাছে এই যৌথ মহড়ায় যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের ৫৫টি মেরিন বিমান এবং দুটি দেশের ৩০টি যুদ্ধ জাহাজ I
চৌকস এই সামরিক মহড়া ৮ সপ্তাহ ধরে চলবে I