অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার চুক্তিকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়া


김정은 북한 국무위원장과 문재인 한국 대통령이 지난 4월 27일 남북정상회담을 마친 후 판문점 공동선언문을 발표하고 있다.
김정은 북한 국무위원장과 문재인 한국 대통령이 지난 4월 27일 남북정상회담을 마친 후 판문점 공동선언문을 발표하고 있다.

আজ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন বলেছেন উত্তর কোরিয়া তাদের পরমানণু নিরস্ত্রীকরণের বিষয়ে যদি আন্তরিক হয় তাহলে তাদের সামরিক চাপ প্রয়োগেও নমনীয় হতে হবে।মুন জাই ইন আরও বলেন উত্তর কোরিয়া যদি পরমাণু নিরস্ত্রীকরণে পদক্ষেপ নেয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যায় , তা হলে পারস্পরিক বিশ্বাস গড়তে দেশটিকে কিছু পরিবর্তন আনতে হবে । তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া স্থগিত করার বিষয়টি তিনি বিবেচনা করবেন।অপ্রত্যাশিতভাবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনালড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পরে মহড়া শেষ করার ঘোষণা দেন। দুই নেতা সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কার্যক্রম বন্ধের চুক্তিতে সই করেন। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দেয়। যুদ্ধ বন্দীদের দেহাবশেষ পুনরুদ্ধারের প্রতিশ্রুতিও দেয় তারা।আজ দিনে আরও আগের দিকে মুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে মিলিত হন। তিনি ঐ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে ট্রাম্প এবং কিমের মধ্যকার বৈঠককে স্বাগত জানান।

XS
SM
MD
LG