অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান পরিস্থিতির সমঝোতা বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধির সতর্ক আশাবাদ


U.S. special envoy for peace in Afghanistan, Zalmay Khalilzad, talks with local reporters at the U.S. embassy in Kabul, Afghanistan, Nov. 18, 2018. (U.S Embassy handout via Reuters)
U.S. special envoy for peace in Afghanistan, Zalmay Khalilzad, talks with local reporters at the U.S. embassy in Kabul, Afghanistan, Nov. 18, 2018. (U.S Embassy handout via Reuters)

আফগানিস্তান পরিস্থিতির সমঝোতা বিষয়ে যুক্তরাষ্ট্রের তরফের বিশেষ প্রতিনিধি ব’লছেন – সতেরো বছর স্থায়ি লড়াই অবসানের লক্ষে আয়োজিত আন্ত: আফগান শান্তি সংলাপ উজ্জিবিত হওয়া নিয়ে তিনি সতর্ক আশাবাদ পোষন করছেন ।

যালমে খলিলযাদ হ’লে জন্মসূত্রে আফগান- এ্যামেরিকান কূটনীতিক- কথা ব’লছিলেন তিনি রবিবার আফগান রাজধানীতে ফিরে যাবার একদিন পর । তালেবানদের কাতার ভিত্তিক দূতিয়ালীদের সঙ্গে একটানা তিনদিনের রুদ্ধশ্বাস আলাপ আলোচনার পর এই সবেই আফগান রাজধানীতে ফিরলেন তিনি । সরকারের ভেতরের এবং সরকারের বাইরের আফগান রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেন তিনি ঐ কাতার আলোচনায় যাবার আগে । কাতারেই রয়েছে তালেবানদের একটি রাজনৈতিক দফতর ।

এর আগে গতকাল শনিবারে তালেবানদের বিভিন্ন সূত্র থেকেও যালমে খালিলযাদ দলের সঙ্গে তাদের সংলাপ নিয়ে আশাবাদ ব্যক্ত হতে শোনা গিয়েছে ।

XS
SM
MD
LG