অ্যাকসেসিবিলিটি লিংক

প্রতিনিধি পরিষদে আজ যুক্তরাষ্ট্রের প্রণোদনা প্যাকেজ অনুমোদিত হতে পারে


আশা করা হচ্ছে আজ বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা ভাইরাস ত্রাণ প্যাকেজ হিসেবে এক লক্ষ নব্বই হাজার কোটি ডলার অনুমোদন করতে যাচ্ছে যার লক্ষ্য হচ্ছে আমেরিকার বাড়িতে বাড়িতে এবং ব্যবসা ক্ষেত্রে আর্থিক অবস্থাকে চাঙ্গা করে তোলা। এই ভোট অনুষ্ঠানের আগে প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলসি বলেন ডেমক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠ এই পরিষদে প্রস্তাবটি পাশ হবার ব্যাপারে তিনি নিশ্চিত আর এর প্রধান দিকটাই হচ্ছে জীবন ও জীবিকা রক্ষা করা এবং জনগণকে ভবিষ্যতের জন্য আশা দেওয়া ।

আশা করা হচ্ছে আজ বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা ভাইরাস ত্রাণ প্যাকেজ হিসেবে এক লক্ষ নব্বই হাজার কোটি ডলার অনুমোদন করতে যাচ্ছে যার লক্ষ্য হচ্ছে আমেরিকার বাড়িতে বাড়িতে এবং ব্যবসা ক্ষেত্রে আর্থিক অবস্থাকে চাঙ্গা করে তোলা। এই ভোট অনুষ্ঠানের আগে প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলসি বলেন ডেমক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠ এই পরিষদে প্রস্তাবটি পাশ হবার ব্যাপারে তিনি নিশ্চিত আর এর প্রধান দিকটাই হচ্ছে জীবন ও জীবিকা রক্ষা করা এবং জনগণকে ভবিষ্যতের জন্য আশা দেওয়া ।

রিপাবলিকান বিধায়করা এই থোক সাহায্যের বিষয়ে তাঁদের আপত্তি জানিয়েছেন এবং বলেছেন যে এটা অনেক বড় মাপের সহায়তা এবং ঠিক তাদেরকে লক্ষ্য করে প্রণীত নয় যাদের অর্থনৈতিক সহায়তা সব চেয়ে বেশি প্রয়োজন। প্রতিনিধি পরিষদের সংখ্যালঘিষ্ঠ নেতা কেভিন ম্যাককার্থী এই প্রস্তাবকে অত্যন্ত ব্যয়বহুল , দূর্নীতিগ্রস্ত এবং উদার বলে অভিহিত করেছেন। এই প্রস্তাবটি এর আগে প্রতিনিধি পরিষদে অনুমোদিত হবার পর এর কোন কোন দিক পরিবর্তন করার পর সেনেটে শনিবার তা অল্প ভোটের ব্যবধানে পাশ হয়। এই পরিবর্তনগুলোর মধ্যে ছিল সর্বনিম্ন ফেডারেল বেতন বৃদ্ধির বিষয়টি প্রস্তাব থেকে সরিয়ে দেয়া ।

এই প্রস্তাবে দেশে সর্বোচ্চ উপার্জনকারী ব্যক্তি বাদে প্রাপ্ত বয়স্ক সবাইকে ১৪০০ ডলারের চেক প্রদান এবং শিশুদের বয়স ভেদে ৩০০০ থেকে ৩৬০০ ডলারের চেক পাঠানো।বেকার কর্মীরা রাজ্য সরকারের সহযোগিতার অধিক জাতীয় সরকার থেকে সেপ্টেম্বর মাসের গোড়া পর্যন্ত প্রতি সপ্তায় ৩০০ ডলার করে পাবে। রাজ্য ও নগর প্রশাসন এই মহামারির ক্ষতি থেকে উদ্ধার পেতে ৩৫ হাজার কোটি ডলার পাবে।

XS
SM
MD
LG