অ্যাকসেসিবিলিটি লিংক

গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন যে সাবেক গোয়েন্দা কনট্রাক্টার, তিনি মস্কো গেছেন


গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য আমেরিকা যার খোঁজ করছে, যুক্তরাষ্ট্রের সেই সাবেক গোয়েন্দা কনট্রাক্টার, তিনি রবিবার বিমান যোগে হংকং থেকে মস্কো যান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয় রাজনৈতিক আশ্রয় প্রার্থনার জন্য তিনি কিউবা এবং তার পরে ভেনেজুয়েলা যাবেন।

গত মাসে আমেরিকান সরকার টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগে নজরদারী করেছে সেই নথিপত্র ফাঁস করে দেওয়ার পর এবং যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়ার পর এডওয়ার্ড স্নোডেন, হংকংএ পালিয়ে ছিলেন। তিনি বলেছিলেন তিনি হংকং এ থেকে যাবেন এবং বহির্সমর্পনের নির্দেশের বিরুদ্ধে লড়বেন। কিন্তু যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ দায়ের করার পর তিনি ওই স্থান ত্যাগ করেন।

রাশিয়ার সংবাদ সংস্থা, ইতার-তাস, Aeroflot বিমান সংগঠনের উদ্ধৃতি দিয়ে বলেছে স্নোডেন এর মস্কো থেকে কিউবান রাজধানী হাভানায় যাওয়ার কথা সোমবার। তারপর আরেকটি বিমানে তার ভেনেজুয়েলা’র রাজধানী কারাকাসে যাওয়ার কথা। Wikileaks ওয়েবসাইটে বলা হয়েছে স্নোডেন যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছন তারা তার প্রতি সমর্থন দেবেন।
XS
SM
MD
LG