অ্যাকসেসিবিলিটি লিংক

স্নোডেন কোথায় আছেন তা সুস্পষ্ট নয়, তিনি ইকওয়াডোরে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন


যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কনট্রাক্টার যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি আমেরিকান গোপন নজরদারী কার্যক্রমের কথা ফাঁস করেছেন, তার সোমবার মস্কো ত্যাগ করার কথা ছিল এবং অন্য স্থানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার কথা।

এডওয়ার্ড স্নোডেনের মস্কো থেকে হাভানা যাওয়ার কথা। সেখান থেকে তার ইকওয়াডোরে যাওয়ার কথা। ইকওয়াডোরে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবেন বলে কথা রয়েছে। বিমানটি কিউবার রাজধানীর দিকে যাত্রা করে কিন্তু তিনি বিমানে ছিলেন না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, যিনি এখন ভারত সফর করছেন, বলেছেন, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানেন না যে স্নোডেন কোথায় আছেন বা তার গন্তব্য স্থল কোনটি।

ইকওয়াডোরের পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড প্যাটিনো, ভিয়েটনামে এক সংবাদ সম্মেলনে বলেন যে স্নোডেন কোথায় আছেন সে সম্পর্কে তিনি কোন তথ্য দিতে পারছেন না তবে তার সরকার মস্কোর সঙ্গে যোগাযোগ করেছে।
XS
SM
MD
LG