অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সেনেট, টেলিফোন নজরদারী কার্যক্রমের মেয়াদ শেষ হতে দিয়েছে


NSA Surveillance
NSA Surveillance

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা NSA, টেলিফোন তথ্য সংগ্রহের তাদের বৈধ কর্তৃত্ব হারিয়েছে যখন সেনেট রবিবার ওই কর্তৃত্বের মেয়াদ সম্প্রসারণ করতে একমত হতে ব্যর্থ হয়। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী আক্রমণের পর বেশ কয়েকটি আইন বলবৎ করা হয় এবং এটি তারই অন্তর্ভুক্ত।

এক সময়ের গোপন ওই কার্যক্রমের মাধ্যমে ফোন নম্বর, তারিখ এবং কতক্ষন কথা হয় সেই তথ্য সংগ্রহ করা হতো। এর লক্ষ্য ছিল সন্দেহভাজন সন্ত্রাসীদের তৎপরতা দমন করা। কিন্তু অনেক আমেরিকান এর সমালোচনা করেন এই বলে যে তা তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার খর্ব করে।

কংগ্রেসের প্রতিনিধি পরিষদ, ইতিমধ্যে একটি নতুন আইন পাশ করেছে যা ওই কার্যক্রমে কিছুটা পরিবর্তন ঘটাবে। নতুন আইনের অধীনে NSA, ফোন কম্পানির কাছ থেকে এক একটি ঘটনার প্রেক্ষিতে ওই তথ্য জানবার আবেদন জানাতে পারবে। NSA নিজেরা ওই তথ্য সংগ্রহ করতে পারবে না। সেনেট গতকাল মধ্যরাতে যদিও নজরদারি কার্যক্রমের মেয়াদ সম্প্রসারনের বিষয়টি অনুমোদন করেনি, তারা পরে এ সপ্তাহে তা অনুমোদন করতে পারে।

XS
SM
MD
LG