অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প সিরিয়াতে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে


সিরিয়ার বিভিন্ন অবস্থানে প্রচণ্ড ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিদ্রোহীদের এলাকায় রাসায়নিক হামলার জবাবে এই আক্রমণ শুরু করেছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত যুদ্ধ জাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে প্রায় ৫৯টি টোমাহক ক্রজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

সিরীয় ওই বিমান ঘাঁটি থেকে গত মঙ্গলবার রাসায়নিক অস্ত্র হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থেই সিরিয়ায় হামলা চালানো হয়েছে।

এর আগের খবরে বলা হয়, রাসায়নিক হামলার জের ধরে সিরিয়ায় দ্রুত সামরিক পদক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্র ভাবছিল।

XS
SM
MD
LG