অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র-তালিবান শান্তি আলোচনার পর, সহিংসতা বৃদ্ধি 


যুক্তরাষ্ট্র-তালিবান আলোচকেরা যদি ভাবেন যে, তাদের প্রয়াস আফগানিস্তানে সহিংসতার অবসান ঘটাবে, তাদের জন্য শীর্ষ সরকারি নজরদারি দলের সর্বশেষ খবরটি হবে হতাশাব্যঞ্জকI স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রেকনস্ট্রাশন বা SIGAR 'র মতে, গড়ে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে প্রতিটি দিন আফগানিস্তানে শত্রূপক্ষের আক্রমণ ৫০% বৃদ্ধি পেয়েছেI

যুক্তরাষ্ট্র একাধারে সমগ্র আফগানিস্তান জুড়ে তালিবানদের হামলা বৃদ্ধির সমালোচনা করেছে এবং অন্যদিকে প্রশাসন, সেখানে সেনা হ্রাসের কর্মসূচি নিয়েছেI যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচক, জালমে খলিলজাদ বলেন, এই অঞ্চলে সহিংসতা কমানোর প্রতিশ্রুতি দেয়া হয়েছিল I এখন বর্ধিত হামলার মাঝে আমি হতাশা ব্যক্ত করছি I তবে এখানে রাজনৈতিক সঙ্কট নিরসনের পথ, সব সময়েই খোলা থাকবেI

XS
SM
MD
LG