যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে প্রচন্ড দাবদাহ ও দাবানল চলছে।
শনিবার ২ সেপ্টেম্বর স্যান ফ্রানসিসকোতে তাপমাত্রা ছিল রেকর্ড মাত্রায় ৩৮ডিগ্রী সেলসিয়াস এবং তার আগের দিন ছিল সবচাইতে উষ্ণ দিন ৪১ ডিগ্রী সেলসিয়াস।
শনিবার ক্যালিফর্নিয়ার অন্যান্য শহর স্যান হোজে, স্যান্টা ক্রুজ এবং স্যান্টা রোজায় রেকর্ড তাপমাত্রা ছিল।
লস অ্যানজালেসের মেয়র এরিক গারসেটি বলেছেন শহরের উত্তরাঞ্চলে এক দাবানল ছিল শহরের ইতিহাসে সবচাইতে ব্যাপক দাবানল। অগ্নী নির্বাপক কর্মকর্তারা বলেছেন তারা
আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন বলে তারা আস্থাবান।