অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র, তাইওয়ানের সুরক্ষায় সহায়তা অব্যাহত রাখবে- প্রতিরক্ষামন্ত্রী অস্টিন


যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ব্রুসেলসে নেটো সদর দপ্তরে নেটো
প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন, ২২শে অক্টোবর, ২০২১/ছবি ভার্জিনিয়া মায়ো/এপি
যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ব্রুসেলসে নেটো সদর দপ্তরে নেটো প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন, ২২শে অক্টোবর, ২০২১/ছবি ভার্জিনিয়া মায়ো/এপি

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার জানান, যুক্তরাষ্ট্র "এক চীন" নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও তাইওয়ানের সুরক্ষায় তারা সহায়তা দিয়ে যাবেI

ব্রাসেলসে নেটো জোটের সদর দপ্তরে প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক শেষে সংবাদদাতারা যখন তার কাছে জানতে চান চীন তাইওয়ানকে হামলা করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষায় সাহায্য করবে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি এই মন্তব্য করেনI

অস্টিন একজন সংবাদদাতাকে বলেন অনুমানের ভিত্তিতে তিনি এ নিয়ে কথা বলতে চান না এবং বলেন তাইওয়ান প্রণালীতে চীন ও তাইওয়ানের সংঘাত কেউ চায় না এবং অবশ্যই প্রেসিডেন্ট বাইডেনের কাছে তা কাম্য নয় এবং তার কোন প্রয়োজনও থাকতে পারে নাI তিনি আরো জানান, যুক্তরাষ্ট্র তার "এক চীন" নীতিতে প্রতিশ্রুত, যাতে সমগ্র চীনের ওপর বেইজিংয়ের কতৃত্বকে স্বীকৃতি দেয়া হয়েছেI

তিনি বলেন, বিগত প্রশাসনগুলোর মতোই যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করার জন্য যে ক্ষমতা বা শক্তি প্রয়োজন, তাই দিয়ে তাইওয়ানকে সহায়তা দিয়ে যাবে এবং সেই লক্ষ্যে আমরা মনোযোগ নিবদ্ধ রাখবোI

প্রেসিডেন্ট জো বাইডেনের বৃহস্পতিবারের সংবাদ মাধ্যম CNN এপ্রচারিত মন্তব্যেরই প্রতিধ্বণি তুলে প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেন, চীন তাইওয়ানকে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেI

চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ওয়াং ওয়েনবীন শুক্রবার সংবাদাতাদের জানান, তাইওয়ান ইস্যুতে সমঝোতার কোনই অবকাশ নেই, কারণ তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য একটি অংশ এবং এই ইস্যুতে বিদেশী হস্তক্ষেপেরও কোনো অবকাশ নেই। তিনি যুক্তরাষ্ট্রকে চীনের এক চীন নীতি অনুসরণের আবেদন জানান, অথবা তারা অঞ্চলটিকে অস্থিতিশীল করার ঝুঁকিতে থাকবেনI

সাম্প্রতিক সপ্তাহগুলিতে তাইওয়ানের প্রতিরক্ষা জোনে জঙ্গিবিমান পাঠিয়ে এবং সমুদ্র সৈকতে অবতরণের মহড়া চালিয়ে চীন এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করেছে।

(এই প্রতিবেদনের কিছু তথ্য এসোসিয়েটেড প্রেস, রয়টার্স ও এএফপি থেকে নেয়া)

XS
SM
MD
LG