অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ভারতের অক্সিজেন ক্ষমতা জরুরি ভিত্তিতে বৃদ্ধি করবে 


I
I

যুক্তরাষ্ট্র, ভারতকে ইতিমধ্যেই কোভিড রোগীদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে সহায়তা প্রেরণ করেছেI অক্সিজেনের স্বল্পতা বৃদ্ধিতে, যুক্তরাষ্ট্র এখন ভারতের অক্সিজেনের ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিতে চলেছেI

প্রায় ১০ লক্ষ দ্রুত স্ক্রীনিং পরীক্ষার সরঞ্জাম, ১ লক্ষ N95 মাস্ক নিয়ে একটি সামরিক বিমান শুক্রবার ভোরে নুতন দিল্লিতে এসে পৌঁছায়I যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি,জেরেমি কনিনডিক বলেন, আমাদের অগ্রাধিকার এখন হাসপাতালের ঝুঁকিপূর্ণ সমস্যা সমাধানে তাদের জরুরি চাহিদা মেটানোI

যুক্তরাষ্ট্র, অক্সিজেনের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে, নুতন প্রযুক্তি ব্যবহার করে শিল্প খাতের অক্সিজেনকে চিকিৎসা খাতের অক্সিজেনে রূপান্তর করার ব্যাপারে, ভারতের সঙ্গে আলোচনা শুরু করছেI
যুক্তরাষ্ট্র এছাড়াও, মহামারীর সঙ্কট মোচনে, ভারতকে উদ্বৃত্ত ভ্যাকসিন সরবরাহ করতে রাজি হয়েছেI বাইডেন প্রশাসন জানিয়েছে তারা প্রায় ২ কোটি 'কভিশিল্ড' ভ্যাকসিন উৎপাদনে ভারতকে প্রয়োজনীয় যন্ত্রপাতি পাঠাবেI

XS
SM
MD
LG