অ্যাকসেসিবিলিটি লিংক

সীমান্ত বন্ধের বিষয়ে বেলারুশকে জবাবদিহি করতে হবে: যুক্তরাষ্ট্রের কর্মকর্তা


যুক্তরাষ্ট্রের একজন পদস্থ কর্মকর্তা শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্র এ ব্যাপারে অবগত আছে যে বেলারুশ তার প্রতিবেশি ইউক্রেনের সঙ্গে তার সীমান্ত বন্ধ করে দিয়েছে। তিনি সংকল্প ব্যক্ত করেন যে ওয়াশিংটন প্রশাসন প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে এই কর্মকান্ডের জাবাদিহিতার জন্য অব্যাহত ভাবে দায়ী করবে। কর্মকর্তাটি বলেন, মনে হচ্ছে লুকাশেঙ্কো সরকার তাঁর জনগণের বিরুদ্ধে পরিচালিত দমন অভিযান থেকে দৃষ্টি আবার অন্যদিকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে। শুক্রবার লুকাশেঙ্কো ইউক্রেনের সঙ্গে তাঁর দেশের সীমান্ত বন্ধের নির্দেশ দেন । তাঁর কথায়, তাঁর নিরাপত্তা বিভাগের সনাক্ত অভূত্থানের ষড়যন্ত্রকারিদের জন্য অস্ত্র আসা বন্ধ করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন বলে বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টা জানিয়েছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্র বেলারুশে যাওয়া ও আসার বিমান টিকেট বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বেলারুশ সরকার একজন ভিন্নমতাবলম্বী সাংবাদিককে গ্রেপ্তার করার জন্য রায়ান এয়ারের উড়ন্ত বিমানকে অবতরণে বাধ্য করার পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা নিয়েছে । বিমানটি বেলারুশে অবতরণ করলে ঐ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।

তাত্ক্ষণিক ভাবে এটা বোঝা যায়নি যে কয়েক মাস ব্যাপী গণতন্ত্রপন্থিদের প্রতিবাদের বিরুদ্ধে লুকাশেঙ্কোর কঠোর প্রতিক্রিয়ার জবাবে আর কি কি ব্যবস্থা নেয়া হতে পারে। বেলারুশের গণতন্ত্রপন্থিরা অভিযোগ করছেন যে ২০২০ সালের আগস্ট নির্বাচনে তিনি কারচুপি করেছিলেন। দীর্ঘদিন ধরে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত এই শাসক নির্বাচনে জালিয়াতির অভিযোগ অস্বীকার করছেন।

XS
SM
MD
LG