যুক্তরাষ্ট্র মঙ্গলবার জানিয়েছে যে জাতিসংঘের সেই সংস্থাকে দেয় লক্ষ লক্ষ ডলার সে স্থগিত রাখছে যারা ফিলিস্তিনি শরনার্থিদের সাহায্য দিয়ে থাকে । যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে যে এ ব্যাপারে সংস্কার করা না হলে তারা আরো অর্থ প্রদান বন্ধ করে দেবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নিউয়ার্ট সংবাদদাতাদের এ খবর নিশ্চিত করে বলেছেন যে ট্রাম্প প্রশাসন, ২০১৮ সালের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থাকে দেয় ছয় কোটি পঞ্চাশ লক্ষ ডলার আটকে রাখবে। তবে তিনি বলেন যে নেতিবাচক প্রভাব রোধ করার জন্য এই সহায়তার একাংশ ছ’ কোটি ডলার প্রদান করা হবে।
যুক্তরাষ্ট্র বছরে প্রায় ছত্রিশ কোটি চল্লিশ লক্ষ ডলার ঐ সংস্থাকে দুই কিস্তিতে দিয়ে থাকে এবং যুক্তরাষ্ট্র হচ্ছে সংস্থার শীর্ষ দাতা দেশ।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাঁর ২রা জানুয়ারির টুইট বার্তায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে যে এই বলে সমালোচনা করেছিলেন যে তারা যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য কোন সম্মান প্রদর্শন করছে না এবং ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনায় ফিলিস্তিনিদের যে ইচ্ছের অভাব রয়েছে সে কারণেই কি এই অর্থ কমানো হচ্ছে এই প্রশ্নের জবাবে নিউয়ার্ট সংবাদদাতাদের হোয়াইট হাউজের কাছ থেকে মন্তব্য নিতে বলেন। তিনি আরও বলেন আমি এটুকু বলতে পারি যে বিষয়টি নিয়ে জন্য দীর্ঘ দিনের উদ্বেগ যে জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা কী ভাবে কাজ করছে এবং অর্থ কি ভাবে কাজে লাগাচ্ছে। এই সংস্থার শীর্ষ দশটি দাতা দেশ ও গোষ্ঠি হচ্ছে যুক্তরাষ্ট্র , ইউরোপীয় ইউনিয়ন , জার্মানি , সুয়েডেন , ব্রিটেন সৌদি আরব, জাপান, সুইজারল্যান্ড এবং দ্য নেদারল্যান্ডস। এরাই ৮০ শতাংশ অর্থ দেয়। সংস্থাটি গাজা ভুখন্ড , পশ্চিম তীর , সিরিয়া , লেবানন ও জর্দানকে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে।