গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমার মোর শহরতলি অঞ্চলে প্রলয়ংকরি ঘুর্ণির তান্ডবে মৃতের যে সংখ্যা এর আগে প্রকাশ করা হয়েছিলো , ওকলাহোমা কতৃপক্ষের তরফ থেকে সে সংখ্যা এখন সংশোধন করা হয়েছে – বলা হচ্ছে মৃতদেহ উদ্ধার করা গিয়েছে ২৪টি । এর আগে ৫১ জনের নিহত হওয়ার কথা বলা হয়েছিলো । ঘূর্নি ঝড়ের ঐ তান্ডবের পর প্রচন্ড রকমের একটা বিধ্বস্ত পরিবেশে , অগোছালো অবস্থায় গোনায় ভ্রান্তি দেখা গিয়েছিলো – কোনো কোনো ক্ষেত্রে একই মৃতদেহ দূ’বার করে গোনা হয়েছিলো ।তবে একই সঙ্গে এও বলা হচ্ছে যে মৃতদেহ আরো হয়তো পাওয়া যেতেও পারে । ঐ ঘুর্ণিঝড় ৩ শ’ ২০ কিলোমিটার বেগে প্রচন্ড আঘাত হানে ঐ মোর জনপদে – জনপদের দু’টি বিদ্যালয়ে ।
প্রেসিডেন্ট ওবামা ঘূর্নির এ আঘাতকে প্রচন্ড একটা বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন ।
ওকলাহোমার যাই প্রয়োজন এ পরিস্থিতি মোকাবেলায় , তাই হাজির করবার জন্যে প্রেসিডেণ্ট ওবামা কেন্দ্রীয় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ফিমার প্রতি নির্দেশ দিয়েছেন ।
প্রেসিডেন্ট ওবামা ঘূর্নির এ আঘাতকে প্রচন্ড একটা বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন ।
ওকলাহোমার যাই প্রয়োজন এ পরিস্থিতি মোকাবেলায় , তাই হাজির করবার জন্যে প্রেসিডেণ্ট ওবামা কেন্দ্রীয় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ফিমার প্রতি নির্দেশ দিয়েছেন ।