অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাজিল এবং আর্জেন্টিনার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপরে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার বলেছেন যে তিনি আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপরে দ্রুত শুল্ক পুনরায় আরোপ করবেন।
ট্রাম্প একটি টুইট বার্তায় বলেছেন, "ব্রাজিল এবং আর্জেন্টিনায় মুদ্রার মান অস্বাভাবিক ভাবে কমে গিয়েছে, যা আমাদের কৃষকদের পক্ষে ভাল নয়। আর সেকারণেই, আমি ঐসব দেশে থেকে আমেরিকায় যে স্টিল ও অ্যালুমিনিয়াম আসছে তার উপরে অবিলম্বে শুল্ক পুনরায় আরোপ কার্যকর করব।
ট্রাম্প ফেডারেল রিজার্ভ বা কেন্দ্রীয় অর্থ-তহবিলের কাছে আহ্বান জানিয়েছেন, মুদ্রার মান যে দেশগুলোতে ব্যাপকভাবে কমছে তারা যেন ঐ পরিস্থিতি থেকে অর্থনৈতিক সুবিধা অর্জন করতে না পারে।
তিনি বলেন, "ফেডারেল রিজার্ভেরও একই ভাবে কাজ করা উচিত যাতে এখন আমাদের শক্তিশালী ডলারের বিপরীতে অন্যান্য দেশ সুবিধা গ্রহণ করতে না পারে," ট্রাম্প টুইটারে লিখেছেন, "লোয়ার রেটস এবং লুজেন- ফেড!"
প্রেসিডেন্ট ট্রাম্প কেন্দ্রীয় অর্থ-তহবিল বা ফেডকে সুদের হার কমিয়ে শূন্যের নীচে নেওয়ার জন্য বারবার অনুরোধ করে আসছেন।

XS
SM
MD
LG