অ্যাকসেসিবিলিটি লিংক

ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে বিচারকের সিদ্ধান্তকে হোয়াইট হাউস বিপজ্জনকভাবে ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত করেছে


International passengers arrive at Washington Dulles International Airport after the U.S. Supreme Court granted parts of the Trump administration's emergency request to put its travel ban into effect later in the week pending further judicial review, in D
International passengers arrive at Washington Dulles International Airport after the U.S. Supreme Court granted parts of the Trump administration's emergency request to put its travel ban into effect later in the week pending further judicial review, in D

কয়েকটি দেশের নাগরিকদের বুধবার থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জারি করা সর্বশেষ ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে কেন্দ্রীয় আদালত স্থগিতাদেশ দিয়েছে এবং তাতে হোয়াইট হাউস ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে।

মঙ্গলবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় “আদালতের স্থগিতাদেশ বিপজ্জনকভাবে ত্রুটিপূর্ণ এবং তা আমেরিকান নাগরিকদের নিরাপদ রাখার ওন্যূনতম নিরাপত্তা মান নিশ্চিত করার প্রেসিডেন্টের প্রচেষ্টাকে খর্ব করলো।

৬টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিচারক ডেরিক ওয়াটসন রুল জারি করার পরপরই হোয়াইট হাউস ওই বিবৃতি দেয়। বিচারক তাঁর রায়ে বলেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা যাচাইয়ের মান সংশ্লিষ্ট যথেষ্ট তথ্য ট্রাম্প প্রশাসন দেয় নি।

ভ্রমণ নিষেধাজ্ঞায় যে সব দেশ জড়িত সেগুলো হচ্ছে চ্যাড, ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেন।

XS
SM
MD
LG