অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ঘোষণায় উজ্জীবিত ইরান সমর্থিত মিলিশিয়ারা 


যুক্তরাষ্ট্র সরকার গত সপ্তাহে ইরাক থেকে দু হাজারের বেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ; তবে এই পদক্ষেপ ইরাকে অবস্থিত বাদ-বাকি যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর সেনাদের জীবনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারেI এই সংবাদে উজ্জীবিত হয়েছে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়ারাI

সেন্ট্রাল কমান্ডের কমান্ডার, মেরিন জেনারেল, কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, ইরাকি সেনাদের অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতিতে ইরাক সরকার ও আইসিস বিরোধী জোটের সঙ্গে আলোচনার পরেই, এই সেনা হ্রাসের সিদ্ধান্ত নেয়া হয়I

ইরাক বিষয়ে বিশেষজ্ঞরা জানান, আমেরিকান সেনা বিরোধী মনোভাব এখন চাঙ্গা হয়ে উঠবে, অতিমাত্রায় আস্বস্ত হয়ে তারা হামলা বৃদ্ধি করবে এই আশায়, যে, নভেম্বরের আগে যেন পুরো সেনা প্রত্যাহার কার্যকর করা যায়I

XS
SM
MD
LG