অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মান চ্যান্সেলার এংগেলা মার্কেলের যুক্তরাষ্ট্র সফর


আজ শুক্রবার হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং জার্মান চ্যান্সেলার এংগেলা মার্কেলের মধ্যে নেট বিষয়ে যে মত পার্থক্য রয়েছে তা কমিয়ে আনার চেষ্টা, বিশ্ব বানিজ্য ও অন্যান্য বিয়ষ নিয়ে আলাপ আলোচনা করেন।

এ সপ্তাহের প্রথম দিকে এংগেলা মার্কেল এবং ডনাল্ড ট্রাম্পের মধ্যে সাক্ষাতের কথা ছিল কিন্তু যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তুষার ঝড়ের কারণে ঐ দুই বিশ্ব নেতার মধ্যকার বৈঠক পিছিয়ে দেওয়া হয়। নভেম্বর মাসে অপ্রত্যাশিত ভাবে ট্রাম্প নির্বাচনে জয়লাভের পর এটাই প্রথম দুই নেতার মধ্যে সামনা সামনি বৈঠক। নির্বাচনের আগে ট্রাম্প বলে ছিলেন, "মার্কেল যে শরণার্থীদের গ্রহণ করছেন সেটা হবে সন্দেহাতীত ভাবে চরম দুর্ঘটনারই নামান্তর" এবং "জার্মানিকে ধ্বংসের" জন্য তিনি তাকেই দায়ী করেন। ট্রাম্প নেটোভুক্ত দেশগুলোকে প্রতিরক্ষা খাতে আরও অর্থায়নের আহ্বান জানান।

ইউরোপে এংগেলা মার্কেল অত্যন্ত প্রভাবশালী এবং ট্রাম্পের শরণার্থী ও অভিবাসন সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা যা আমেরিকার আদালত স্থগিত করে দেয় তারও দারুণ সমালোচক।

তবে সমালোচকেরা বলছেন, হোয়াইট হাউজের ওভাল অফিসে বৈঠকের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সংগে সব বিষয়ে কি ভাবে উত্তম আচরণ করা যায় সে সম্পর্কে ট্রাম্প সম্ভবত মার্কেলের উপদেশ প্রত্যাশা করবেন।

XS
SM
MD
LG