অ্যাকসেসিবিলিটি লিংক

জেরুজালেম বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো


জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি এবং দেশটির দূতাবাস সেখানে স্থানান্তর করার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের বিরুদ্ধে প্রথম ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকী হেলি বলেন,"যুক্তরাষ্ট্রকে কোন দেশ বলতে পারে না, কোথায় আমাদের দূতাবাস স্থাপন করা যাবে।" যুক্তরাষ্ট্র ভোটের ক্ষেত্রে বিচ্ছিন্ন ছিল। কারন অন্য ১৪ সদস্য রাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দেয়। 14 জন পাঠ্য পাঠানোর পক্ষে ভোট দিয়েছিল।

খসড়া প্রস্তাবটিতে যুক্তরাষ্ট্রের ঘোষণাকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি। কিন্তু "জেরুজালেমের অবস্থা সম্পর্কিত সাম্প্রতিক সিদ্ধান্তে গভীরভাবে দু:খ প্রকাশ করা হয়।" খসড়া প্রস্তাবটিতে বলা হয়েছে, "যে কোনও সিদ্ধান্ত এবং কর্ম, যা পবিত্র শহর জেরুজালেমের চরিত্র, মর্যাদা বা জনসংখ্যাতাত্ত্বিক গঠন পরিবর্তন করে, তার কোনও আইনি প্রভাব নেই, এবং অবশ্যই বাতিল করা উচিত।

XS
SM
MD
LG