অ্যাকসেসিবিলিটি লিংক

ভেনেজুয়েলার কারাগার থেকে এক আমেরিকান বন্দী ও তাঁর ভেনেজুয়েলান স্ত্রী মুক্তি পেয়েছেন


The family of Joshua Holt, who was recently released from a prison in Venezuela, father Jason Holt, left; sister, Marian Leal; mother, Laurie Holt, and his wife, Thamara Holt, right, sit on a couch in the Oval Office of the White House, May 26, 2018, in W
The family of Joshua Holt, who was recently released from a prison in Venezuela, father Jason Holt, left; sister, Marian Leal; mother, Laurie Holt, and his wife, Thamara Holt, right, sit on a couch in the Oval Office of the White House, May 26, 2018, in W

২৬ বছর বয়স্ক জশুয়া হোল্ট২০১৬ সাল থেকে ভেনেজুয়েলায় বন্দী ছিলেন। শনিবার তিনি হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বলেন যারা তার মুক্তির জন্য কাজ করেছেন তিনি তাদের কাছে চির কৃতজ্ঞ।

ট্রাম্প বলেন হোল্ট অবিশ্বাস্য রকম সাহসী।

হোল্ট ও তাঁর স্ত্রী থামারা ক্যানডেলোশনিবার যুক্তরাষ্ট্রে পৌছান সেনেটার বব কর্কারেরসঙ্গে। সেনেটার কর্কারতাদের মুক্তি অর্জনে সাহায্য করেছেন। থামারা ক্যানডেলোভেনেজুয়েলার নাগরিক।

হোল্ট একজন সাবেক মর্মন মিশনারী। তিনি ২০১৬ সালের জুন মাসে ভেনেজুয়েলায় যান ক্যনডেলোকে বিয়ে করার জন্য। পুলিশ তাঁর বাড়ীতে হানা দিয়ে অ্যাসল্ট রাইফেল ও গ্রেনেড উদ্ধার করে এবং তাদের গ্রেফতার করে। তারা অস্ত্র লুকিয়ে রাখার অভিযোগ অস্বীকার করেছেন।

XS
SM
MD
LG