অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সংবাদপত্রগুলোতে এনএসএ’র কর্মী যিনি গোপন তথ্য প্রকাশ করেছেন তাকে শনাক্ত করেছে


সিআইএ’র এক সাবেক কম্পিউটার টেকনিশিয়ান, যিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ তে একজন কনট্রাকটার হিসেবে কাজ করতেন, সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে যে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র সরকার টেলিফোনে আড়িপাতা ও ইন্টারনেট ব্যবহারের ওপর নজরদারি করেছে, রবিবার স্বীকার করেছেন যে, তিনিই তার সূত্র।

২৯ বছর বয়স্ক এডওয়ার্ড স্নোডেন বলেছেন যে তিনি ব্রিটেনের গার্ডিয়ান সংবাদপত্র এবং ওয়াশিংটন পোস্ট পত্রিকার সঙ্গে যোগাযোগ করেন। তারা গত সপ্তাহে ওই খবর প্রকাশ করে।

স্নোডেন, যিনি এখন হংকং এ বসবাস করেন, বলেছেন তিনি লুকোবেন না, কারণ তিনি কোন অন্যায় করেন নি।

তিনি বলেন তিনি জানতেন যে টেলিফোন রেকর্ড পর্যবেক্ষণ কার্যক্রম এবং ইন্টারনেট ব্যবহারের ওপর নজরদারি করার কার্যক্রম প্রকাশ করে, তিনি একটা বড় ঝুঁকি নিচ্ছেন। সন্ত্রাসবাদের হুমকী পর্যবেক্ষনের জন্য যুক্তরাষ্ট্র সরকার ওই কার্যক্রম হাতে নেয়।

তিনি ওয়াশিংটন পোস্ট কে বলেন যে, যে দেশ, বাক স্বাধীনতা ও গোপনীয়তা রক্ষায় বিশ্বাসী, তিনি সে দেশে আশ্রয় প্রার্থনা করবেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওই রিপোর্টগুলো অস্বীকার করেনি। তারা বলেন কার্যক্রমের লক্ষ্য টেলিফোনে আড়িপাতা নয়। তারা বলেন সংগৃহীত তথ্য বেশ কয়েকটি সন্ত্রাসী পরিকল্পনা নশ্যাৎ করেছে।

XS
SM
MD
LG