অ্যাকসেসিবিলিটি লিংক

হাইতিতে বিশ্বাসযোগ্য ও সমন্বিত সরকারকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র বিভাগ


A police officer stands at an intersection in Port-au-Prince, Haiti, late Wednesday, July 14, 2021. Haiti is in the midst of a heightened security situation after the July 7 assassination of President Jovenel Moise. (AP Photo/Matias Delacroix)
A police officer stands at an intersection in Port-au-Prince, Haiti, late Wednesday, July 14, 2021. Haiti is in the midst of a heightened security situation after the July 7 assassination of President Jovenel Moise. (AP Photo/Matias Delacroix)

হাইতির নেতা হিসেবে যুক্তরাষ্ট্র কাকে সমর্থন করবে এই প্রশ্নের জবাবে লকম্যান বলেন , “ এই মূহুর্তে এই রাজনৈতিক প্রক্রিয়ায় হাইতির জনগণকে এর সমাধান বের করতে হবে , সুতরাং আমরা তাদের উপরই ভরসা করছি এবং চূড়ান্ত ভাবে একটি ঐকমত্যের সরকার গঠনের লক্ষ্যে এক সঙ্গে কাজ করে যাওয়ার জন্য আমরা তাদের সব রকম সমর্থন দিচ্ছি। যুক্তরাষ্ট্র এবং তার আন্তর্জাতিক সহযোগী দেশগুলো নিশ্চয়ই একটি সমন্বিত ও বিশ্বাসযোগ্য সরকারকে সমর্থন করবে।  

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের পশ্চিম গোলার্ধ বিষয়ক ভারপ্রাপ্ত উপসহকারী মন্ত্রী লরা লকম্যান ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যুক্তরাষ্ট্র একটি সমন্বিত ও বিশ্বাসযোগ্য হাইতি সরকারকে সমর্থন করবে। গত সপ্তাহে প্রেসিডেন্ট জোভেনেল ময়সের হত্যার পর হাইতি সরকারের সহায়তার অনুরোধে ১১ই জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন লকম্যানকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে পাঠান। যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদল হাইতির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ক্লড জোসেফ, নব নির্বাচিত প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এবং সেনেটর জোসেফ ল্যাম্বার্টের সঙ্গে দেখা করেন।

এ দিকে ঐ সেনেটর টুইটারে একটি বক্তব্য পোস্ট করেন যাতে তিনি বলেন যে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেছেন এবং হাইতির সেনেটের একটি প্রস্তাবে যে হাইতির অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে তাঁর নাম এসেছে তাকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সমর্থন করেন।

হাইতির নেতা হিসেবে যুক্তরাষ্ট্র কাকে সমর্থন করবে এই প্রশ্নের জবাবে লকম্যান বলেন , “ এই মূহুর্তে এই রাজনৈতিক প্রক্রিয়ায় হাইতির জনগণকে এর সমাধান বের করতে হবে , সুতরাং আমরা তাদের উপরই ভরসা করছি এবং চূড়ান্ত ভাবে একটি ঐকমত্যের সরকার গঠনের লক্ষ্যে এক সঙ্গে কাজ করে যাওয়ার জন্য আমরা তাদের সব রকম সমর্থন দিচ্ছি। যুক্তরাষ্ট্র এবং তার আন্তর্জাতিক সহযোগী দেশগুলো নিশ্চয়ই একটি সমন্বিত ও বিশ্বাসযোগ্য সরকারকে সমর্থন করবে।

এ দিকে হাইতির প্রেসিডেন্ট প্রাসাদের নিরাপত্তা প্রধান দ্যমিত্রি হেরার্ডকে প্রেসিডেন্ট হত্যার তদন্তের অংশ হিসেবে আটক করা হয়েছে। হেরার্ডের একজন ঘনিষ্ঠ জানিয়েছেন যে তাঁকে বুধবার আটক করা হয়।

.

XS
SM
MD
LG