অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব অর্থনৈতিক ফোরামের অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোসের উদ্বোধনী ভাষণ দেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের অধিবেশনে। ভাষনে তিনি দু’টি বড়ো মাপের বানিজ্য রফায় আমেরিকা বড়ো ধরনের সাফল্য হাসিল করেছে বলে জোরে শোরে উল্লেখ করেন- বলেন এমন সাফল্য আগে আর কখনো অর্জিত হয়নি।

এখানে দেশের মাটিতে– যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভায় যখন কিনা তাঁরই অভিশংসন বিচার পর্ব শুরু হওয়ার কথা তারই ক’ঘন্টা আগে দিয়ে তিনি ডাভোসে ঐ ভাষনে ওসব কথা বলেন।

ট্রাম্প তাঁর ভাষনে মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ জনের জন্যে কি কি সব করা হয়েছে তারই ফিরিস্তি তুলে ধরেন এবং চীনের সঙ্গে প্রথম প্রস্থের এবং কানাডা আর মেক্সিকোর সঙ্গে সম্পন্ন বানিজ্য রফার ব্যাপারে হর্ষ ব্যক্ত করে তার বিবরণ তুলে ধরেন। বলেন, দু’বছর আগে এই ফোরামেই আমি বলেছিলাম- আমেরিকার সগৌরব সমৃদ্ধির ফিরতি সফরের কথা এবং এখন যুক্তরাষ্ট্র যে রমরমা অর্থনৈতিক দৌড়ে এগিয়ে চলেছে– এমনটি আগে আর কখনোই দেখা যায়নি।

তিনি অন্যান্য দেশকেও একই ধারায় এগিয়ে চলার পরামর্শ দেন– ধ্বংসাত্মক আমলাতন্ত্রের নিগড় থেকে জনগনকে মুক্ত করবার আহ্বান জানান তিনি।

XS
SM
MD
LG