প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যাঁকে কিনা তাঁর চীফ অফ স্ট্যাফ হিসেবে নিয়োগ দেবার কথা চিন্তা করছিলেন বলে শোনা যায় তিনি এখন ঐ পদ নিতে চাইছেন না বলে জানা গিয়েছে।
নিক আয়ার্স এই মুহুর্তে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চীফ অফ স্ট্যাফ হিসেবে কর্মরত রয়েছেন। রবিবার এক টুইট বার্তায় তিনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট পেন্স -দু’জনকেই ধন্যবাদ জানিয়ে বলেছেন, তিনি আসলে প্রশাসনিক চাকরী থেকেই উঠে যেতে মনস্থ করেছেন।
ট্রাম্প ইতোমধ্যে এমন একজনকে চীফ অফ স্ট্যাফ পদের জন্যে চাইছেন যিনি কিনা দু’ হাজার বিশের নির্বাচন অবধি ঐ পদে কাজ করতে পারবেন
ট্রাম্প শনিবার দিনই ঘোষনা করেন যে, বর্তমান চীফ অফ স্ট্যাফ জেনারেল জন কেলী এ মাসের শেষ নাগাদ ঐ পদ ছেড়ে চলে যাচ্ছেন।