যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের বিশিষ্ট এক সাংসদ রবিবার বলেন, প্রতিনিধি পরিষদ হয়তো বা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসন প্রক্রিয়ার জন্যে প্রস্তাব উত্থাপন করতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই নেতা তাঁর চারধারে কূচক্রী কিছু লোক দ্বারা পরিবেস্টিত রয়েছেন এবং ২০১৬ এর নির্বাচন জেতার জন্যে আমেরিকার জনগনের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছিল।
নিউইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় প্রতিনিধি পরিষদের বিধায়ক জেরল্ড নেডলার এই আসছে মাসে যখন কিনা ডেমোক্র্যাটরা কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হাতে নেবে তখন নিউইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় প্রতিনিধি পরিষদের এই বিধায়ক প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন বলেই মনে করা হচ্ছে।
সাবেক ট্রাম্প আইনজীবী মাইকেল কোয়েন ফেডারেল অভিশংসকদের দ্বারা অভিযুক্ত হবার দু’দিন পরই প্রতিনিধি পরিষদের বিধায়ক জেরল্ড নেডলার এ মন্তব্য করেন।