অ্যাকসেসিবিলিটি লিংক

ডাকা ও প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন সংস্কারের বিষয়ে ভাগ্য নির্ধারণে চুক্তিতে পৌঁছেছেন ৬ সেনেটর


যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্রেট দলের ছয় জন সেনেটরের একটি গ্রুপ বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা "নীতিগতভাবে" একটি চুক্তিতে পৌঁছেছেন, যা ডাকা কর্মসূচীর আওতায় ৮ লাখ সুবিধা গ্রহনকারী এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কর্তৃক প্রদত্ত অন্য গুরুত্বপূর্ণ অভিবাসন সংস্কার বিষয়গুলির ভাগ্য নির্ধারণ করবে।

গ্রুপটি এক বিবৃতিতে বলেছে: চার মাস ধরে কাজ করে তারা নীতিগতভাবে এই চুক্তিতে পৌঁছেছেন। যা সীমান্ত নিরাপত্তা, ডিভি লটারি, চেন মাইগ্রেশন এবং ড্রিম অ্যাক্ট বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে দিকনির্দেশনা দিয়েছে তা বিবেচনা করবে।

ছয়জন সেনেটরের মধ্য একজন হলেন সিনেটর Bob Menendez. তিনি এক বিবৃতিতে বলেছেন, কংগ্রেসে ঐ চুক্তির পক্ষে সমর্থন তৈরি করতে তারা এখন কাজ করছেন।

XS
SM
MD
LG