অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট আইন প্রণেতারা বাধাহীন ভাবে রবার্ট মুলারের তদন্ত চালিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ


যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট আইন প্রণেতারা রোববার অঙ্গীকার করেছেন যে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের প্রচারাভিযানের সঙ্গে রাশিয়ার সংয়োগ থাকা সংক্রান্ত তদন্তকে, প্রেসিডেন্টের নতুন ভারপ্রাপ্ত অ্যাটর্নী জেনারেল Matthew Whitaker এর হস্তক্ষেপ থেকে রক্ষার চেষ্টা করবেন তারা। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নতুন ভারপ্রাপ্ত অ্যাটর্নী জেনারেলের নাম ঘোষনার আগে থেকেই, Matthew Whitaker প্রায়ই তদন্তের উপর আক্রমণ করছিলেন।

সেনেটে ডেমোক্র্যাট নেতা Chuck Schumer বলেন, আগামী মাসে আংশিক স্থবিরতা থেকে সরকারকে রক্ষার জন্য সরকারের অর্থ ব্যয় বিল অবশ্যই পাস করার উদ্যোগ নেবেন তিনি। আর এর পরিবর্তে বাধাহীন ভাবে রবার্ট মুলারের তদন্ত চালিয়ে যাবার অনুমতি চাইবেন।

XS
SM
MD
LG