যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে আজ শ্বেতাঙ্গ শ্রেষ্ঠবাদী গোষ্ঠি কিংবা হোয়াইট সুপ্রেম্যাসিস্টদের একটি সমাবেশের বাইরে পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সহিংস সংঘাত হয়েছে। ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে, শার্লটসভিল শহরে অস্ত্র সজ্জিত বর্ম পড়া বিক্ষোভকারীরা, একই ধরণের পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে ঘুষি বিনিময় করেছেন।
কয়েক দফা সংঘাতের পর পুলিশ শেষ পর্যন্ত এ সমাবেশকে বেআইনি ঘোষণা করে এবং ঐ এলাকা থেকে বিক্ষোভকারিদের সরিয়ে দেয়।
এক টুইটার বার্তায় ভার্জিনিয়ার গভর্ণর টেরি ম্যকলিফ শার্লটসভিলে চরম ডানপন্থিদের সমাবেশের সহিংসতার জবাবে জরুরি অবস্থা ঘোষনা করেছেন।
তিনি টুইটার বার্তায় বলেন যে, গত ২৪ ঘন্টায় শার্লটসভিলে যা ঘটেছে তা মেনে নেওয়া যায় না। কথা বলার অধিকার মানে সহিংসতার অধিকার নয়।