যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেয়ো বলেছেন, সৌদি বাদশা সালমান এবং যুবরাজ মোহাম্মেদ বিন সালমান স্বীকার করেন যে– সাংবাদিক জামাল খাশোকজির হত্যা ঘটনার দায়বদ্ধতা নির্ধারন হওয়া দরকার।
সোমবার রিয়াদে সৌদি নেতাদের সঙ্গে বৈঠকের পর পম্পেয়ো এসব কথা বলছিলেন। পম্পেয়ো, অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে যাবার পর খাশোকজিকে যারাই হত্যা করে সেই দায়ীদের দায়বদ্ধতা নির্ধারণ বিষয়ে বাদশা ও যুবরাজের সংকল্পের উল্লেখ করেছেন।
ডিসেম্বরে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভা সৌদি আরবের ভর্ৎসনায় খাশোগজি হত্যার জন্যে যুবরাজকে দায়ী ঠাওরায় এবং ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটবাহিনীর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দান খতম করার আহ্বান জানায়।
পম্পেয়ো এবং মোহাম্মেদ বিন সালমান ইয়েমেনে সহিংসতা প্রশমনের প্রয়োজন নিয়ে সহমত ব্যক্ত করেন এবং বন্দর শহর হৌদেইদায় অস্ত্র সম্বরণের কথা বলেন।