অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় সাময়িকভাবে চালিয়ে যাবার লক্ষ্যে ভোটাভুটির সিদ্ধান্ত নিয়েছে প্রতিনিধি পরিষদ


যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ শুক্রবার মধ্যরাতের সময়সীমার পরে কেন্দ্রীয় সরকারকে সচল রাখার ব্যয় সাময়িকভাবে চালিয়ে যাবার লক্ষ্যে ভোটাভুটির সিদ্ধান্ত নিয়েছে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ২০১৩ সালের পর এই প্রথম সরকারী কার্যক্রম আংশিক বন্ধ হতে পারে।

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রতিনিধি পরিষদের ভোটাভুটির বিষয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, এটা ইঙ্গিত করে যে তাঁর বিরোধীরা ঐ পরিকল্পনার অংশ। কিন্তু হোয়াইট হাউস এবং হাউস স্পিকার পল রায়ান পরবর্তীতে বলেন, স্বল্পমেয়াদি ব্যবস্থার প্রতি প্রেসিডেন্টের সমর্থন রয়েছে। ট্রাম্প বলেন, সরকারকে অর্থায়নের জন্য ভোট দিতে হবে কিনা, সে বিষয়ে বিরোধী ডেমোক্রেট আইন প্রণেতাদের সিদ্ধান্ত নিতে হবে।

XS
SM
MD
LG