অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের রনতরী প্রশান্ত মহাসাগরের উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে


যুক্তরাষ্ট্র বুধবার মিত্রদের আশ্বস্ত করেছে যে, রনতরী USS Carl Vinson, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রতিবন্ধক হিসেবে, প্রকৃতপক্ষে প্রশান্ত মহাসাগরের উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে। বিমানবাহী রনতরী এবং অন্যান্য জাহাজ উত্তর প্রশান্ত মহাসাগরে পৌঁছে গেছে—এমন বিভ্রান্তিকর বিবৃতির এক দিন পর যুক্তরাষ্ট্র মিত্রদের ঐ আশ্বাস দেন।

রনতরীটি সিঙ্গাপুর ছেড়ে যাবার তিন দিন পর ১১ এপ্রিল প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষনা করেন, আমরা রনতরীর বহর পাঠাচ্ছি, যা অত্যন্ত শক্তিশালী।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল Harry Harris ৯ এপ্রিল ঘোষণা করেছিলেন যে, সিঙ্গাপুর ছেড়ে যাওয়ার পর তিনি রনতরীটিকে উত্তরের দিকে যাবার নির্দেশ দিয়েছেন এবং অস্ট্রেলিয়ার বন্দর পরিদর্শনের যে পূর্ব পরিকল্পনা ছিল, তা করবে না।

এর পরিবর্তে রনতরীটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম অঞ্চলে অবস্থান করে এবং অস্ট্রেলিয়ান বাহিনীর সঙ্গে একটি সংক্ষিপ্ত মহড়ায় অংশ নেয়। গত শনিবার রনতরীটি Sunda প্রনালী এর মধ্য দিয়ে যাত্রা শুরু করে। যা ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপকে আলাদা করেছে। এবং তা কোরিয়ান উপদ্বীপ থেকে হাজার হাজার কিলোমিটার দুরে।

XS
SM
MD
LG