অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসন বন্ধে গুয়াতেমালাকে সহায়তা করবে


মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে অননুমোদিত অভিবাসন বন্ধে গুয়াতেমালাকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রনালয় কয়েক ডজন এজেন্ট এবং তদন্তকারীকে ঐ দেশটিতে পাঠাচ্ছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, ঐ এজেন্ট এবং তদন্তকারীরা কিভাবে মানবপাচার রোধ করা যায়, সে সম্পর্কে গুয়াতেমালার পুলিশ ও অভিবাসন কর্তৃপক্ষকে উপদেশ দেবেন। আর এর উদ্দেশ্য- যুক্তরাষ্ট্রে অননুমোদিত অভিবাসীদের সবচেয়ে বেশী ব্যবহৃত এই পথটি বন্ধ করা। এবং মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের নিরুৎসাহিত করা।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়টি এখন পর্যন্ত জনসম্মুখে প্রকাশ না করলেও এক বিবৃতিতে জানিয়েছে, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রী গুয়াতেমালার কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকে একটি চুক্তি চূড়ান্ত করেছেন, যার মধ্যে "মানব পাচার সংক্রান্ত অপরাধ তদন্তের জন্য গুয়াতেমালার আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলা হয়েছে।


XS
SM
MD
LG