প্রতি বছর যুক্তরাষ্ট্রে, ফেব্রুয়ারী কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ইতিহাস মাস রুপে পালিত হয়ে থাকে। এরই আলোকে, এমাসের তাৎপর্য- এ জনগোষ্ঠীর অবদান এ দেশের ইতিহাস ও পরম্পরা রচনায়– এসব নিয়ে উইসকানসিন বিশ্বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রোসবুশ প্রফেসর, বর্তমানে ফ্লোরিডা নিবাসী ডক্টর জিল্লুর রহমান খানের সঙ্গে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলেন সরকার কবীরুদ্দীন।