অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ইরান সংকট চরমে


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অনুমোদন দেয়। কিন্তু অজানা কারনে তা বাতিল করা হয়। তবে এ বিষয়ে ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সংবাদ মাধ্যমে কোন মন্তব্য করতে রাজি হননি।

The New York Times প্রথমে এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প প্রাথমিক ভাবে ইরানের রাডার এবং ক্ষেপণাস্ত্র ব্যাটারীর ওপর হামলার অনুমোদন দেয়।

ওয়াশিংটন পোস্ট ও অন্যান্য প্রচার মাধ্যম পরবর্তীতে সংবাদ প্রকাশ করে যে, প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন প্রেসিডেন্ট পাল্টা হামলার অনুমোদন দেয়।

এর আগে ইরান যুক্তরাষ্ট্রের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইরানি কর্মকর্তারা বলছেন যে, ঘটনাটি ঘটেছে ইরানের অঞ্চলের ভেতরেই। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে, এই ঘটনাটি ঘটেছে আন্তর্জাতিক আকাশ সীমায়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আর্বান আজ জানিয়েছেন যে. ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্র হরমুজ প্রণালীর উপরে আন্তর্জাতিক আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি বিমানে আঘাত হানে।

তিনি যুক্তরাষ্ট্রের এই নজরদারি বিমানের উপর এটিকে বিনা উস্কানিতে আক্রমণ বলে অভিহিত করেন এবং বলেন যে মানুষবিহীন এই বিমানটি সমুদ্র এবং উপকূলীয় স্থানে গোয়েন্দা কাজে, নজরদারী কাজে, শত্রুপক্ষের অবস্থান জানার জন্য ব্যবহার করা হয়।

XS
SM
MD
LG