যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভারপ্রাপ্ত চীফ অফ স্টাফ জানিয়েছেন, সিরিয়া থেকে আমেরিকার সৈন্য প্রত্যাহারের ব্যাপারে প্রেসিডেন্ট তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করবেন না।
রোববার সকালে এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে Mick Mulvaney বলেছেন, "আমি মনে করি প্রেসিডেন্ট শুরু থেকেই জনগনকে বলে আসছিলেন যে, তিনি চান না সিরিয়ায় আমরা চিরদিনের জন্য থাকি। তিনি বলেন, দুই বছরের কাজের শেষ ফলাফল এখন আপনারা দেখতে পাচ্ছেন।
প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস এবং ইসলামিক স্টেটের সাথে লড়াইরত বিশ্বব্যাপী জোটের যুক্তরাষ্ট্রের বিশেষ দূত Brett McGurk এর পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে ভারপ্রাপ্ত চীফ অফ স্টাফ বলেন, এই ধরনের মতবিরোধের কারনে মন্ত্রীসভায় সদস্যদের পদত্যাগ করা "অস্বাভাবিক" নয়।
ইসলামিক স্টেট পরাজিত হয়েছে এবং সিরিয়া থেকে দুই হাজার সেনা যুক্তরাষ্ট্রে ফিরবে- গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন ঘোষণার পর ম্যাকগার্ক এবং ম্যাটিস পদত্যাগ করেন।