অ্যাকসেসিবিলিটি লিংক

লসএঞ্জেলেসে স্কুল শিক্ষকদের সপ্তাহব্যাপী চলা ধর্মঘটের অবসান


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লসএঞ্জেলেস এলাকার ধর্মঘটরত শিক্ষকেরা স্কুল কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে একটা রফায় উপনীত হয়েছেন এবং এভাবেই দেশের দ্বিতীয় বৃহত্তম স্কুল এলাকায় সপ্তাহব্যাপী ধর্মঘটের অবসান ঘটলো।

লসএঞ্জেলেসের একীভূত স্কুল অঞ্চলের প্রায় তিরিশ হাজার শিক্ষক– বেতন বৃদ্ধি, শ্রেনীকক্ষের মোট শিক্ষার্থী সংখ্যা হ্রাস এবং সহায়ক কর্মীর সংখ্যা বৃদ্ধির দাবীতে কর্মবিরতি শুরু করেন জানুয়ারীর ১৪ তারিখ থেকে। এখন এঁরাই কাজে ফিরছেন আজ বুধবার থেকে। কর্মকর্তারা বলছেন – সম্পন্ন রফায় বেতন বৃদ্ধি হচ্ছে ৬ শতাংশ এবং শ্রেনীকক্ষের শিক্ষার্থী কম করানোর প্রক্রিয়া চার বছরে সম্পন্ন করা হবে পর্যায়ক্রমে। এরই সঙ্গে সহায়ক কর্মী হিসেবে গ্রন্থাগারিক-পরামর্শক-নার্সের সংখ্যা বাড়ানো হবে।

এ স্কুল অঞ্চলের মোট শিক্ষার্থী সংখ্যা কিন্ডারগার্টেন থেকে নিয়ে দ্বাদশ শ্রেনী পর্যন্ত প্রায় ৬ লাখ।

হাজার হাজার ছাত্র-অভিভাবক ঐ ধর্মঘটে সমর্থন জুগিয়েছিলেন।

XS
SM
MD
LG