অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পদ্ধতির পরীক্ষা চালাবে


যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পদ্ধতির পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

পেন্টাগনের একজন মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস সোমবার বলেছেন, উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্য আলাস্কার সামরিক বাহিনীর Terminal High Altitude Area Defense বা THAAD এর পরীক্ষা "শীঘ্রই" হবে। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পদ্ধতিটি যে প্রস্তুত তার পরিমাপের জন্যই ঐ পরীক্ষা।

নাবিকদের জন্য দেয়া এক বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের উপকূল রক্ষা বাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পদ্ধতির পরীক্ষাটি যত তাড়াতাড়ি সম্ভব শনিবারের শুরুতেই হতে পারে। এবং ঐ বিজ্ঞপ্তিতে জাহাজগুলোকে Kodiak দ্বীপ, আলাস্কা এবং হাওয়াইের মধ্যবর্তী মহাসাগরের বিস্তৃত জলরাশি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

XS
SM
MD
LG